নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
শব্দ কেন? কোন রমনী
প্রেমের ছলে ইচ্ছে কোরে
কি মন্ত্র সে রেখে গেছে সুষমাময়
এমনতর উদ্বাস্তুর
হৃদয় নামক গোপন ঘরে !
শব্দ কেন? কোন রমনী
প্রেমের ছলে ইচ্ছে কোরে
কি মন্ত্র সে রেখে গেছে সুষমাময়
এমনতর উদ্বাস্তুর
হৃদয় নামক গোপন ঘরে !
-রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
0 comments:
Post a Comment