Tuesday, November 7, 2017

এই চোখ দেখে তুমি বুঝবে না , কতোটা ভাঙনের চিহ্ন
জীবনের কতটা পরাজয় ছুঁয়ে তার বেড়েছে বয়সের মেধা ।
অভিমানে কণ্ঠ বুজে আসে , নিরপরাধ বাসনার
চোখে স্বচ্ছ কাঁচের মতো জমে থাকে জল , টলমল-
তবু ঝরেনা কখনো ...
                                            __রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
Share:

0 comments:

Post a Comment