"তোমার চোখ এতো লাল কেন?"
আমি বলছিনা ভালো বাসতেই হবে....
আমি চাই
কেউ একজন আমার জন্যে অপেক্ষা করুক
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার
জন্যে!
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন
ক্লান্ত....
আমি বলছিনা ভালো বাসতেই হবে.
কেউ আমাকে খেতে দিক,
আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারী কে মুক্তি দিয়েছে পতি সেবার দায়
থেকে
আমি চাই কেউ একজন আমাকে জিগ্গেস করুক
আমার জল লাগবে কিনা , নুন লাগবে কিনা
পাটশাক ভাজার সঙ্গে আরো একটা
শুকনো মরিচ লাগবে কিনা
ময়লা বাসন, গেঞ্জি রুমাল আমি নিজেই
ধুতে পারি.....
আমি বলছিনা ভালো বাসতেই হবে
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা
খুলে দিক
কেউ আমাক কিছু খেতে বলুক
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত
আমাকে
জিগ্গেস করুক :
" তোমার চোখ এত লাল কেন"?.
আমি চাই
কেউ একজন আমার জন্যে অপেক্ষা করুক
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার
জন্যে!
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন
ক্লান্ত....
আমি বলছিনা ভালো বাসতেই হবে.
কেউ আমাকে খেতে দিক,
আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারী কে মুক্তি দিয়েছে পতি সেবার দায়
থেকে
আমি চাই কেউ একজন আমাকে জিগ্গেস করুক
আমার জল লাগবে কিনা , নুন লাগবে কিনা
পাটশাক ভাজার সঙ্গে আরো একটা
শুকনো মরিচ লাগবে কিনা
ময়লা বাসন, গেঞ্জি রুমাল আমি নিজেই
ধুতে পারি.....
আমি বলছিনা ভালো বাসতেই হবে
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা
খুলে দিক
কেউ আমাক কিছু খেতে বলুক
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত
আমাকে
জিগ্গেস করুক :
" তোমার চোখ এত লাল কেন"?.
0 comments:
Post a Comment